ধোনির জন্য পাকিস্তানের বিশ্বকাপ জার্সি

বিশ্বকাপের বাকি আর মাত্র ৪ দিন। এরই মধ্যে অংশগ্রহণকারী দেশ গুলো অবস্থান করছে বিশ্বকাপের দেশে। অধিনায়করা মুখোমুখি হচ্ছে একে অপরের। প্রকাশ করছে বিশ্বকাপ নিয়ে নিজেদের মতামত। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে অন্যরকম এক ঘটনার জন্ম দিলো পাক ক্রিকেট ভক্ত। পাকিস্তানের জার্সিতে ধোনির নাম। তাও ধোনির ৭ নম্বর নিয়ে।

মহেন্দ্র সিং ধোনির নাম লেখা পাকিস্তানি জার্সি বানিয়েছেন শেহজাদ উল-হাসান নামের একজন পাকিস্তানি। ধোনি ভক্ত এই পাকিস্তানি ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সেই জার্সির ছবিও পোস্ট করেছেন। পাকিস্তানি ভক্তের এমন কাণ্ড যেন দুই চিরবৈরী দেশের সমর্থকদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে টুইটটি। নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন শেহজাদকে। দেখা গেছে, ‘দেশ বদলালেও থালার জন্য ভালোবাসা একই থাকে’ জাতীয় মন্তব্য। আবার কেউ লিখেছেন, ভারত হোক বা পাকিস্তান, থালার জন্য ভালবাসায় কোনো কমতি নেই।

কিছু সমর্থক অবশ্য শেহজাদের এমন উদ্যোগ ভালো চোখে দেখেননি। যেমন এক সমর্থক লিখেছেন, ‘ধোনি আগে একজন ভারতীয়। তারপর ভারতীয় ক্রিকেটার। খেলার শ্রেষ্ঠত্বকে হাতিয়ার করে প্রচার পাওয়ার চেষ্টা করো না।’

এ ছাড়া পাকিস্তানি কিছু সমর্থকও বিদ্রুপ করেছেন শেহজাদকে। তারা মন্তব্য করেছেন, ‘কই কোনো ভারতীয় তো তাদের জার্সিতে আফ্রিদির নাম লেখেনি!’

Scroll to Top