আগামী পাঁচ বছর ভারতের শাসনভার কাদের হাতে থাকবে তা ঠিক হচ্ছে আজ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে লোকসভার ভোট গণনা চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে থেকে শুরু হয়েছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রকাশিত ফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। খবর এনডিটিভির
৫৪২ আসনের মধ্যে ফল প্রকাশ হয়েছে ৪০৮টি আসনের। এর মধ্যে বিজেপি পেয়েছে ২৩৩টি আসন। কংগ্রেস ৯৭ টি এবং অন্যান্য দলগুলো পেয়েছে ৭৭টি আসন।
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হয় গত ১১ এপ্রিল। সাত দফায় ভোট শেষ হয় গত রোববার। এবার লোকসভা নির্বাচনে ৯০ কোটি ভোটারের মধ্যে প্রায় ৬০ কোটি ভোটার ভোট দিয়েছেন।