মোঃ ইফতেখার (চট্টগ্রাম প্রতিনিধি): ফটিকছড়ির ভূজপুর থানাধীন নারায়ণহাট বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় সোহেল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) বিকাল ৩টার দিকে নারায়ণহাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়ি মহানগর গ্রামে বলে জানা যায়। এদিকে ঘটনার ২৪ ঘন্টা পরও ভুজপুর থানা ঘাতক চালককে গ্রেফতার করতে না পারায়,ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ জানান, চালক পলাতক রয়েছে। আমরা দূর্ঘটনায় ব্যবহার হওয়া পুরাতন জিপ গাড়িটিকে থানায় নিয়ে এসেছি। গাড়িটির নম্বর জানতে চাইলে কাগজপত্র ঠিক নেই বলে জানান তিনি। যেহেতু গাড়িটির কাগজপত্র ঠিক নেই এ অবস্থায় গাড়ির মালিকের বিরুদ্ধে কোন মামলা হবে কিনা জানতে চাইলে ওসি জানান , এটি সম্পূর্ণ ভিকটিমের উপর নির্ভর করবে।আমরা কিছু করবনা।
গাড়ি চালকের নাম: মোঃ আবুল হোসেন,পিতা: আবুল বাশার ।শেষ খবর পাওয়া পর্যন্ত চালক কিংবা গাড়িটির মালিকের কারো বিরুদ্ধে থানায় কোন মামলা রুজু হয়নি।এদিকে এ মূহুর্তে বাকরুদ্ধ নিহতের পরিবার পুলিশ সুপার জনাব নুরে আলমের সহযোগীতা চেয়ে ঘাতক চালককে দ্রূত গ্রেফতারের মাধ্যমে বিচারের দাবি জানান।