দেশের সিনেমা হল এখন বন্ধের পথে। ছবি সংকটে এই শিল্পের মেরুদণ্ড প্রায় ভেঙে গিয়েছে। এর মাঝেই চলচ্চিত্র প্রযোজক বা হল মালিক সমিতিরা দোষারোপ করে থাকেন সরকারকে। তবে সরকারকে এর জন্য দায়ি না করে এই দায়ভার নিজেদের নিতে বললেন অভিনেতা, সাংসদ সদস্য, মিয়াঁভাই খ্যাত চিত্রনায়ক ফারুক।
তিনি বলেন, ‘ভালো সিনেমা নির্মাণ করতে পারবেন না। শুধু সরকারের সাথে চিল্লাচিল্লি করেন। হল মালিকরা হলগুলোর পরিবেশ ঠিক করুন। দর্শকদের সুন্দর পরিবেশে ছবি দেখার ব্যবস্থা করুন। আর নির্মাতারা ভালো স্ক্রিপ্টের সিনেমা বানান। ভালো সিনেমা নির্মাণ করলে হলে দর্শকের অভাব হবে না। আমি গ্যারন্টি দিয়ে বললাম সিনেমা চলবে। আর যদি সিনেমা না চলে আমি হাত কেটে ফেলবো!’
তিনি আরো বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে আমাদের হলগুলোর পরিবেশ ঠিক করতে হবে। কলকতার সাথে আমাদের বেশি বেশি যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে হবে। এককথায় হলগুলোতে প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা দিতে হবে। তবেই আমাদের চলচ্চিত্রের সংকটময় অবস্থা কেটে ওঠা সম্ভব হবে।