ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীর আত্মহত্যার চেষ্টা

ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ছাত্রলীগ নেত্রী। জারিন দিয়া নামে ওই নেত্রী ছাত্রলীগের সাবেক কমিটির নির্বাহী সংসদের সদস্য ছিলেন। গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের ওপর হামলার ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করে সংগঠনটি।

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার প্রচেষ্টার বিষয়টি ছাত্রলীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, জারিন দিয়া পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পেয়ে আন্দোলনরতদের সঙ্গে ছিলেন। ১৩ মে পদবঞ্চিতদের ওপর হামলা করা হয়। ওইদিন রাতে জারিন দিয়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিযুক্ত করে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় তাকে বিভিন্ন জায়গা থেকে হুমকিও দেয়া হয়েছিল বলে জারিন দিয়া সেসময় অভিযোগ করেছিলেন।

মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় সোমবার রাতে (২০ মে) ছাত্রলীগ পাঁচজনকে বহিষ্কার করে। এতে জারিন দিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। সূত্রে জানা যায়, পদবঞ্চিত হয়ে হামলার শিকার এবং উপরন্তু বহিষ্কারের ঘটনা সহ্য করতে না পেরে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

জানা যায়, তাকে রাত আড়াইটার দিকে ল্যাবএইডের পাশে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। স্টমাক ওয়াস করা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সে এখন শঙ্কামুক্ত। ৫০২ নাম্বার বেডে আছেন।

Scroll to Top