৩০০ কোটি টাকা খরচ করেও ভোটে লজ্জাজনক হার

অস্ট্রেলিয়ার ধর্ণাঢ্য ব্যবসায়ী ক্লাইভ পামার। দেশটির সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলো তার ইউনাইটেড অস্ট্রেলিয়া পার্টি।

নির্বাচনী প্রচারে ঢেলেছিলেন ১.২০ কোটি ডলার বা প্রায় ৩০০ কোটি টাকা। তার দলের হলদে রঙা বিলবোর্ডে ঢেকে যায় সিডনি ও ব্রিসবেন শহর। তবুও একটি আসনেও জিততে পারেনি তার দল।

প্রতিটি আসনের জন্যই তিনি প্রার্থী দাঁড় করিয়েছিলেন। কিন্তু তার দল মাত্র ৩.৪% ভোট পেয়েছে। এমনকি নিজের ঘাঁটি কুইন্সল্যান্ডেও তার দল গোহারা হেরেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে নির্বাচনী প্রচার শুরু করেন পামার। ২০১৩ সালের পরে এই নির্বাচনে আবার পার্লামেন্টে ফিরতে চেষ্টা করেছিলেন তিনি।

Scroll to Top