দেশে ফিরল নৌবাহিনীর যুদ্ধজাহাজ

চীনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’। ১৮ মে, শনিবার চট্টগ্রাম নৌ বন্দরে কমান্ডার বিএন ফ্লিট কমডোর মোহাম্মদ নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় ওই জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২২ থেকে ২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী ওই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এর আগে নৌ মহড়া ও শুভেচ্ছা সফরের উদ্দেশ্যে জাহাজটি গত ২৯ মার্চ চট্টগ্রাম ত্যাগ করে।

আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর জাহাজের এই আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণের ফলে বাংলাদেশ ও অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌসদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে।

মহড়ায় বানৌজা প্রত্যয় জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এম মেহেদী হাসানের নেতৃত্বে ২৪ জন কর্মকর্তাসহ সর্বমোট ১১৭ জন নৌসদস্য অংশ নেন।

Scroll to Top