খেলোয়াড়ি ক্যারিয়ারে যেমন একের পর এক শিরোপা জিতেছেন, নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, ঠিক তেমনই ‘আ ম্যান উইথ গোল্ডেন হার্ট’ এই প্রমাণ দিয়েও বিশ্ববাসীর প্রশংসার পাত্র হয়েছেন বহুবার। বলা হচ্ছে জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। ফুটবল বিশ্বের এই মহাতারকা বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও দুস্থ-পীড়িত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অকাতরে।
এবার সংযম ও সহিষ্ণুতার বার্তা নিয়ে আসা পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের প্রতি নিজের সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে আসছেন রোনালদো। যুদ্ধবিধ্বস্ত দেশটির মুসলমানদের জন্য ১৫ লাখ মার্কিন ডলার অর্থসাহায্য করলেন তিনি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা।
গত এক যুগের বিরতিহীন যুদ্ধ-বিধ্বংসে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে জনজীবন আক্ষরিক অর্থেই বিপর্যস্ত। তাতে আর্থিক দৈন্যদশায় সাধারণ ফিলিস্তিনিরা। ফলে রোজার মাসে ইফতার ও সেহরির পর্যাপ্ত টাকাও তাদের অনেকেই হাতেই নেই। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে আবারও মানবহিতৈষিকতার নজির স্থাপন করলেন রোনালদো।
রোনালদো এর আগে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষত ২০১২ সালে ইসরাইলের ‘পিলার অফ ডিফেন্স’ অপারেশনের পর গাজার শিশুদের পড়াশুনার খরচ যোগাতে ইউরোপের বর্ষসেরা স্ট্রাইকার সম্মান অর্থাৎ নিজের গোল্ডেন বুট নিলামে তুলেছিলেন রোনালদো।
এবার আরও একবার আর্তপীড়িতদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বিশ্বজুড়ে ভক্ত-অনুসারীদের প্রশংসায় ভাসছেন সিআরসেভেন।