শেষ দফা লোকসভা নির্বাচনে বুথের নিরাপত্তায় মহিলা পুলিশের পাশাপাশি বোরকা পরিহিত মুসলমান নারীদের তল্লাশির দাবি জানিয়েছে বিজেপি। শুক্রবার (১৭ মে) নির্বাচন কমিশনের কাছে এই দুইটি প্রস্তাব নিয়ে হাজির হয় বিজেপি। রোববার (১৯ মে) বাকি ৯ রাজ্যে শেষ দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজেপির দাবি, মুসলিম অধ্যুষিত এলাকা অর্থাৎ কলকাতা ও তার আশপাশের এলাকায় নারী পুলিশ মোতায়েন করতে হবে।
বিজেপির জাতীয় সভাপতি ও উত্তর কলকাতার প্রার্থী রাহুল শিনহা জানিয়েছেন, মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে অভিযোগ রয়েছে নারীর পরিহিত বোরকায় পুরুষ ভোট প্রদান করে। এই অনিয়ম রক্ষায় নির্বাচন বুথে নারী মহিলা পুলিশ নিয়োগ দিতে হবে যেন সঠিক চেকিংয়ের মাধ্যমে তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারে।
তিনি বলেন, ‘আমরা চাই মানুষ ভয়হীনভাবে ভোট প্রদান কার্যক্রম সম্পন্ন করুক। আমরা চাই না কেউ প্রভাবিত হয়ে ভোট দিক। মানুষের সিদ্ধান্ত আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলাফল যাই হোক আমরা মেনে নেব।’
রোববার সকালেই সবাইকে ভোট কেন্দ্রে আসারও আহ্বান জানান শিনহা।