শিরোপার লড়াইয়ে নেই সাকিব, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ সময় কাটছে বাংলাদেশের। সেই ধারাবাহিকতায় আজ আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধরে রাখতে চাই টিম টাইগার্স। সে লক্ষ্য নিয়ে ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে মাঠে নেমেছে মাশরাফি বিন মর্তুজার দল। এরইমধ্যে হয়ে গেছে টস। যেখানে ভাগ্যদেবী মুখ তুলে তাকিয়েছে স্টিভ রোডস শিষ্যদের দিকে। অবশ্য উইকেট ও আবহাওয়ার কথা চিন্তা করে তাই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে টাইগার শিবিরে ভর করে দুঃসংবাদ। সাইড স্ট্রেনের চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাপারটি বেশ আগেই হয়তো আন্দাজ করতে পেরেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এজন্য দলের সেরা তারকাকে ছাড়ায় খেলার প্রস্তুতি নিতে বলেছিলেন সতীর্থদের। নড়াইল এক্সপ্রেসের বিশ্বাস, সাকিবকে ছাড়াও তারা ভাল কিছু করতে পারে দল।

এরআগে ত্রি-দেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টি বাধায়। এরপর তৃতীয় ম্যাচে উইন্ডিজকে ৫ উইকেট হারিয়ে এক ম্যাচ আগেই ফাইনালে ওঠে বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচে আইরিশদের একই ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষ ওঠে মাশরাফির দল। তাতে শিরোপা জিততে বেড়েছে আত্মবিশ্বাস। সেটাকে পুঁজি করেই আজ বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে চিরচেনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবলিনের মালাহাইড পার্কে নেমেছে বাংলাদেশ।

দল হিসেবে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব সময়ই ফেবারিট। সর্বশেষ ৭ ম্যাচের পরিসংখ্যান বলছে সে কথায়। কেননা সেখানে যে পাঁচটিই জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে এখন পর্যন্ত দুই দলের মোট ওয়ানডে লড়াই হয়েছে ৩৬বার। এরমধ্যে টাইগাররা জিতেছে ১৩টিতে। হেরেছে ২১টিতে। ফল হয়নি ২টি ম্যাচে।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

Scroll to Top