পশ্চিম আফ্রিকার ইসলামি প্রজাতন্ত্র দেশ গাম্বিয়া রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা।
তিনি বলেন, আমরা বাংলাদেশের রোহিঙ্গা সংকটের সমাধান চাই। আসন্ন ওআইসি বৈঠকেও গাম্বিয়ার পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হবে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে গাম্বিয়া। আমরা এ বিষয়ে কাজ করছি। এ সংকটের সমাধানও চাই।
ড. মোমেন বলেন, গাম্বিয়া রোহিঙ্গা সংকট নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে কাজ করছে। আসন্ন ওআইসি বৈঠকেও তারা বিষয়টি তুলে ধরবে। এ ইস্যুতে তারা খুব আন্তরিক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ার সঙ্গে ফরেন অফিস কনসালটেশন চুক্তি সই হয়েছে।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা বৃহস্পতিবার (১৬ মে) ঢাকায় এসেছেন। দু’দিনের সফর শেষে আজ তিনি ঢাকা ত্যাগ করবেন।