মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

দীর্ঘদিন ধরে যুদ্ধরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এরই মধ্যে আবারও যুদ্ধের দামামা বাজাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে আক্রমণের কাজে ব্যবহৃত উভচর জাহাজ এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বহর মোতায়েন করা হবে।

মার্কিন প্রতিরক্ষা বিবাগের সদর দফতর পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, উভচর জাহাজ ইউএসএস আর্লিংটন এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বহরকে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কাছে পাঠানোর অনুমোদন দিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী।

পেন্টাগণের ওই বিবৃৃতিতে আরও বলা হয়, চলতি সপ্তাহের গোড়ার দিকে সেনা পাঠানোর যে অনুরোধ করেছিল তার প্রেক্ষাপটে এ অনুমোদন দেয়া হয়েছে।

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যে এ সব মোতায়েন করা হবে বলে জানানো হলো।

এর আগে ঘোষণা করা হয়েছে, কাতারে মার্কিন পরমাণু-বিমান বহর বি-৫২ মোতায়েন করা হবে।

মার্কিন জাতীয় উপদেষ্টা জন বোল্টন রবিবার (৫ মে) দাবি করেছেন, ইরানের প্রতি পরিষ্কার এবং নির্ভুল বার্তা দেয়ার জন্য এ দলকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

মাধ্যপ্রাচ্যে মার্কিন তৎপরতার দিকে নজর রাখছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জওয়ানি বলেছেন, আমেরিকা যুদ্ধের ভয় দেখিয়ে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে পারবে না।

Scroll to Top