দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের বরাবরই সংগ্রাম করতে হয়। তবে আগের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলটির অনেক তফাৎ। সেটিই যেন প্রমাণ করলেন মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকান বোলারদের দাপটের মধ্যেও দারুণ এক ইনিংস খেলেছেন। এরমধ্যে বাংলাদেশি রেকর্ড গড়েন মুমিনুল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এর আগে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ৭১। শনিবার পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিন সেটিকে ছাপিয়ে যান মুমিনুল। ২৮ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ব্যাটসম্যান ৭২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান।
২০০২ সালে ইস্ট লন্ডনে আল শাহরিয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলেছিলেন। ১৫ বছর পর সেটিকে ছাপিয়ে যান মুমিনুল। এই দুজন ছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের হয়ে হাফসেঞ্চুরি করতে পেরেছেন কেবল জুনায়েদ সিদ্দিকী, হান্নান সরকার ও মুশফিকুর রহীম।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস