বিয়ে করতে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। ইতিমধ্যেই বাগদান সম্পন্ন হয়েছে তাদের। প্রধানমন্ত্রীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, শুক্রবার এক অনুষ্ঠানে আরডার্নের বাম হাতের আঙুলে হীরার আংটি শোভা পেতে দেখা যাওয়ার পর থেকে এই যুগলের বাগদানের খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যমে আরডার্নের এক মুখপাত্র অ্যান্ড্রিও ক্যামপবেল জানিয়েছেন, ইস্টার সানডে থেকেই আংটি পড়ছেন আরডার্ন। তবে কবে, কোথায় বাগদান সমপন্ন হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। প্রসঙ্গত, গত বছর তাদের প্রথম সন্তানের জন্ম হয়। তাদের এই কন্যা সন্তানের নাম নিভ টে আরোহা।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, প্রায় ছয় বছর আগে গেফোর্ড এক আইনপ্রণেতার কাছে তৎকালীন প্রস্তাবিত নিরাপত্তাবিষয়ক এই আইন পরিবর্তন নিয়ে অভিযোগ করতে যান। তখনই আরডার্নের সঙ্গে দেখা হয় তার। একসঙ্গে কফি খেতে যান তারা।
আর এর কিছু সময় পরই একসঙ্গে বসবাস শুরু করেন তার।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর নিজের নেতৃত্বের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হন আরডার্ন।