আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হচ্ছেন কে? এমন প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস চাইছেন ওপেনিংয়ে ডানহাতি-বামহাতি কম্বিনেশন। সেই হিসেবে তামিম ইকবালের সঙ্গী হচ্ছেন লিটন দাস।
কিন্তু না! টাইগারদের ইনিংস গোড়াপত্তনে ড্যাশিং ওপেনারের সঙ্গী হিসেবে সৌম্য সরকারকে দেখতে চান পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম।
সৌম্যর নিজেকে প্রমাণ করার এখনো অনেক কিছু আছে বলে মনে করেন ওয়াসিম। তবে ইনিংস উদ্বোধনে তামিমকে সঙ্গ দিতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তাকেই পছন্দ পাক কিংবদন্তির। তার ভাষ্যমতে, তামিমে আরেক সঙ্গী সৌম্য। তাকেও দলের জন্য পারফর্ম করতে হবে। অনেক দিন ধরে সবার নজরে রয়েছে সে। কিন্তু এখন পর্যন্ত নিজেকে সেভাবে তৈরি করতে পারেনি।
পাকিস্তানের হয়ে ১৮ টেস্ট এবং ২৫ ওয়ানডে খেলা ওয়াসিম আরো বলেন, এছাড়া দলে রয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। তারও সামর্থ্য রয়েছে টপঅর্ডারে ব্যাটিং করার। যদি দলের প্রয়োজন হয়।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে অপর দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে দুই মিশন সামনে রেখে দেশ ছেড়েছেন মাশরাফি বাহিনী। ৭ মে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনজাতি টুর্নামেন্ট শুরু করবেন তারা। আর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বিশ্বকাপ অভিযানে নামবেন তামিমরা।