শুধু বিজ্ঞানের শিক্ষার্থী নয়, যেকোন বিভাগের শিক্ষার্থীরা নার্সিংয়ে পড়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্যসেবা ও জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নার্সদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নার্সিংয়ে পড়ার জন্য যেসব বিজ্ঞানের বিষয় পড়ার দরকার হবে, তা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে।
দেশের চিকিৎসা সেবার উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। তাই দেশের মানুষের চিকিৎসা সেবার জন্য উপযুক্ত জনগোষ্ঠীও তৈরি করছে সরকার।
এসময়, পুষ্টিকর খাবার যেন মানুষ গ্রহণ করে, সে বিষযে আরও প্রচারের ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা। একইসঙ্গে চিকিৎসাসেবা দেবার ক্ষেত্রে আরও যত্নবান হবার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
\’সকলের সুস্থতা নিশ্চিতকল্পে স্বাস্থ্যসেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার\’- প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে ‘জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ’ পালিত হচ্ছে।