গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রত্যেকটি ক্ষেত্রে গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দেশের উন্নয়নের জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার গবেষণার জন্য অর্থ বরাদ্দ করেছে। গবেষণায় গুরুত্ব দেয়া হয়েছে বলেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

সরকার গবেষণার জন্য বিভিন্ন ধরণের ইন্সটিটিউটের ব্যবস্থা করেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্য হলো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা। দেশে আরও বেশি গবেষক,বিজ্ঞানী গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি। 

\"\"
ছবিঃ ফোকাস বাংলা

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, \’যারা জঙ্গিবাদের লালন পালনকারী, দেশে যারা অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে তারা দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারেন না। ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছিল।

অনুষ্ঠানে ১৪ জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, ৩৭ জনকে গবেষণা অনুদান ও ৩০ জনকে এনএসটি ফেলোশিপ প্রদান করা হয়।

Scroll to Top