দমকলকর্মী সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় আহত দমকল বাহিনীর কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ এপ্রিল) শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, অন্যের জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

২৮ মার্চ রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফআর টাওয়ারে আটকা পড়া মানুষকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। ওই অবস্থায় দ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ এপ্রিল) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

Scroll to Top