গবেষণায় চৌর্যবৃত্তি: ঢাবির ৫ শিক্ষকের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের দুই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটসভায় এই পৃথক দুই তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযুক্ত শিক্ষকদের মধ্যে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তিন সহকারী অধ্যাপক হলেন, মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, নুসরাত জাহান ও তার স্বামী একই বিভাগের রুহুল আমিন। এ ছাড়াও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুল হক মারজানের বিরুদ্ধেও গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top