অক্টোবরেই আ. লীগের জাতীয় সম্মেলন: নতুন কমিটিতে থাকছে চমক

সব জেলা ও উপজেলার সম্মেলন শেষ করেই অক্টোবরে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষ্যে গঠিত ৮টি সাংগঠনিক কমিটি তৃণমুলকে সংগঠিত করার পাশাপাশি দ্রুত জেলা-উপজেলা সম্মেলন করতে সহায়তা করবে।

২০১৬ সালের ২২শে অক্টোবর অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। তিনবছর পর আবার আগামী অক্টোবরেই সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ২৯শে মার্চ সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 

সম্মেলন সফল করতে ৮টি সাংগঠনিক কমিটির করা হচ্ছে। বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা এসব কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

সম্মেলন আনুষ্ঠান সমন্বয়ের বিষয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, \’উপজেলা সম্মেলন এবং জেলা সম্মেলন; এ গুলো সম্পন্ন করেই আমরা একটি পরিপূর্ণ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করে থাকি। এই কমিটি সমস্ত জেলা ও উপজেলায় কাউন্সিল করাসহ; জেলা উপজেলায় বিবাদমান দলীয় কোন সমস্যা থাকলে, সে সমস্যা গুলোর সমাধান করে থাকে। সেই সাথে, জেলা উপজেলা কমিটিকে আপডেট করার কাজ কমিটি করে থাকে। \’  

একইসাথে মন্ত্রিসভা ও দলে দায়িত্ব পালনের ব্যপারে নতুন সিদ্ধান্ত আসতে পারে জাতীয় সম্মেলন থেকে। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব:) ফারুক খান জানান, \’দলের মধ্যে কিছু কিছু ব্যক্তি একের অধিক দায়িত্ব প্রাপ্ত রয়েছেন। যাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, সে যদি সেই দায়িত্বটা যথাযথ ভাবে পালন করে; দায়িত্ব পালনে যদি কোন সমস্য হয়; তবে সেগুলো সমাধানের চিন্তা তো দলের আছেই।\’ 

নতুন মন্ত্রিসভার মতো নতুন কমিটিতেও চমক থাকতে পারে বলে জানিয়েছেন নেতারা।

Scroll to Top