পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ফুটবল কিংবদন্তি পেলে। ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের এই মহাতারকা। বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক প্রায় সকল গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
গতকাল বৃহস্পতিবার নিজ দেশ সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে।
কাতার বিশ্বকাপের মাঝ থেকে এই হাসপাতালেই চিকিৎসা চলছিল পেলের। একবার তো মৃত্যুর গুজবও ছড়িয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যে তার মেয়ে কেলি নসিমেন্তো জানান, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পরে জানতে পারা যায়, পেলের ক্যান্সারের অবস্থার অবনতি হয়েছে। অসুস্থতার কারণে এবারের বড় দিনও এই কিংবদন্তি হাসপাতালে থাকতে হয়।
পেলে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন। সেলেসাওদের হয়ে ১৯৫৭ থেকে ’৭১ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। তিনি এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
এছাড়া পেলের নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ।