ব্রাজিলও চায়, বিশ্বকাপ মেসির দেশ আর্জেন্টিনাই জিতুক

নভেম্বরের শেষে মধ্যপ্রাচ্যে পর্দা ওঠা বিশ্বকাপ এখন প্রায় শেষের পথে। বিউগলের করুণ সুর বাজছে বাতাসে। মঞ্চ ভাঙার অপেক্ষা। এরইমধ্যে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপযাত্রা শেষ হয়েছে লাতিন পরাশক্তি ব্রাজিলের। তবে আরেক লাতিন দেশ আর্জেন্টিনার আশা বেঁচে আছে এখনও।

তাইতো ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) চাওয়া কাপটা যেন লাতিন আমেরিকাতেই আসে। আর সে কারণেই সমর্থন জানাচ্ছে মেসির দেশ আর্জেন্টিনাকে। উল্লেখ্য, সবশেষ ২০০২ বিশ্বকাপে লাতিন দেশ হিসেবে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

চলতি বিশ্বকাপে ফেবারিট হিসেবেই আসর শুরু করেছিলেন নেইমাররা। কোয়ার্টার ফাইনালে গেলবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সহসভাপতি ফার্নান্দো সারনে এখন চাইছেন, আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতুক। তাতে নিজেদের অঞ্চলেই তো কাপটা যাবে!

৩২ দল থেকে কাতার বিশ্বকাপের শিরোপার দৌড়ে এখন তিন মহাদেশের চার দল। সেমিফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনা, মরক্কো, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। লাতিন আমেরিকার মশাল এবার আর্জেন্টিনার হাতে।

সিবিএফ সহসভাপতি ফার্নান্দো সারনে স্পোর্টস সেন্টার ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এখন সবাই একতাবদ্ধ। সময়ের পরিক্রমায় আমরা এখন সবাই আর্জেন্টিনা। আশা করছি, লাতিন আমেরিকার হয়ে তারা কাপ নিয়ে আসবে।’

ক্রোয়েশিয়ার কাছে না হারলে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হতো দুই প্রতিদ্বন্দ্বীর। তবে সেটি আর হলো না। এর আগে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও সেবার আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারলেও ব্রাজিল সেমিতেই বিদায় নেয়।

এদিকে বিশ্বকাপ শুরুর দিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বলেছিলেন, তারা বাদ পড়লে ব্রাজিলকে সাপোর্ট দেবেন। এবার একই পথে হাঁটছে ব্রাজিলও।