বাফুফে ক্যাম্পে থাকা ৪৭ নারী ফুটবলার করোনার টিকা নিয়েছেন। বাফুফে ক্যাম্পে থাকা ৪৭ জনই নিয়েছেন ফাইজারের টিকা। ৪৭ জনের মধ্যে একজন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা আর বাকিরা নিয়েছেন প্রথম ডোজের টিকা।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৭ জন নারী ফুটবলার করোনার টিকা নেন। তাদের মধ্যে সবাইকে ফাইজারের টিকা দেয়া হয়েছে। এছাড়াও ক্যাম্পে থাকা আরও ১০ জন করোনার টিকা নেয়া বাকি আছে। তারা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের করোনার ডোজ নিবেন।
করোনা টিকা নেয়ার পর সানজিদা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘টিকা নেয়ার আগে খুব ভয় পাচ্ছিলাম। তবে টিকা নেয়ার পর ভালো লাগছে। যেহেতু এই মহামারি থেকে নিজেকে রক্ষার একমাত্র উপায় টিকা, তাই আমি মনে করি, সবাইকে এই করোনা টিকা নেওয়া দরকার।’
টিকা নেওয়ার পর কৃষ্ণা রানি সরকারও কথা বলেছেন। তিনি বলেন, ‘করোনার টিকা নেয়ার আগে ভয় পাচ্ছিলাম। সবাই যেহেতু এই টিকা নিয়ে করোনাকে মোকাবেলা করছে, ফলে আমি মনে করি সবারই করোনার টিকা নেওয়া দরকার।’